বাংলা শব্দজালিকা
বাংলা
- বি. 1 মুসলমান আমলের ইতিহাসবিশ্রুত হিন্দু ব্রাহ্মণ যিনি ইসলামধর্ম গ্রহণ করেন এবং বহু মন্দির ধ্বংস করে কালাপাহাড় নামে পরিচিত হন; 2 (আল.) স্বধর্মদ্বেষী অত্যাচারী ও ভয়ংকর ব্যক্তি; 3 প্রচলিত ধর্ম ও সংস্কারের বিরোধী ব্যক্তি। [বাং. কালা2 + পাহাড়]। কালা-পাহাড়ি বিণ. বি. কালাপাহাড়ের মতো; কালাপাহাড়ের মতো আচরণ।
- বি. 1 অপেক্ষাকৃত ছোটো পর্বত; 2 স্তূপ, ঢিবি (বালির পাহাড়, বইয়ের পাহাড়); 3 পাড়, উঁচু তীরভূমি। [হি. পহাড়]। ̃ তলি বি. পর্বতের পাদদেশ বা পাদদেশস্হ সমতলভূমি; উপত্যকা, তরাই। পাহাড়ি বিণ. পাহাড়িয়া, পাহাড়ে (পাহাড়ি বিছে)। ☐ বি. 1 পাহাড়িয়া জাতি; 2 সংগীতের রাগবিশেষ। পাহাড়িয়া, পাহাড়ে বিণ. 1 পার্বত, পার্বত্য; 2 পর্বতময় (পাহাড়ে রাস্তা); 3 পর্বতস্হ; 4 পর্বতজাত (পাহাড়ে উদ্ভিদ); 5 পর্বতসম্বন্ধীয়; 6 (আল.) প্রকাণ্ড, মস্ত, ভীষণ।
- বি. কপাটি খেলা। [দেশি]।
- বিণ. প্রতিযোগিতায় সমান-সমান। [হাড্ডি দ্র]। হাড্ডাহাড্ডি লড়াই বি. 1 প্রায় সমান-সমান লড়াই; 2 জোর লড়াই।
- বি. (কথ্য) হাড়। [সং. হড্ড]। ̃ সার বিণ. কঙ্কালসার, অতিশয় শীর্ণ।
- বি. 1 যা দিয়ে মেরুদণ্ডী প্রাণীর দেহের কাঠামো তৈরি, অস্হি; 2 (আল.) মর্ম (হাড়ে-হাড়ে টের পাওয়া)। [সং. হ়ড্ড]। হাড় কালি হওয়া, হাড় ভাজা ভাজা হওয়া ক্রি. বি. অতিশয় জ্বালাযন্ত্রণা বা দুঃখ ভোগ করা; কষ্টের আধিক্যহেতু অত্যন্ত কাতর হওয়া। হাড় গুঁড়ো করা ক্রি. বি. অতিশয় প্রহার করা। ̃ কিপটে বিণ. অতি কৃপণ। ̃ গোড় বি. ছোটো-বড়ো সমস্ত হাড়-পাঁজরা। হাড় গোড় ভাঙা দ হাড়-গোড় ভেঙে যাওয়ার ফলে চলনশক্তি রহিত হয়ে উপবিষ্ট; (আল.) সম্পূর্ণ অক্ষম বা হতাশ। হাড়-গোড় ভাঙা ক্রি. বি. (আল.) প্রচণ্ড প্রহার করা। হাড়-জিরজিরে বিণ. কঙ্কালসার। হাড় জুড়ানো ক্রি. বি. স্বস্তিলাভ করা। হাড় জ্বালানো ক্রি. বি. অত্যন্ত জ্বালাতন করা। হাড় মাটি করা মাটি দ্র। হাড়-জ্বালানো বিণ. অত্যন্ত জ্বালাতন করে এমন। ̃ পাকা বিণ. পাকামিতে দড় বা পটু। ̃ ভাঙা বিণ. অতি শ্রমসাধ্য (হাড়ভাঙা পরিশ্রম)। ̃ মাস বি. (কথ্য) হাড় ও মাংস। হাড়-মাস আলাদা করা ক্রি. বি. (আল.) নিদারুণ প্রহার করা। হাড়ে-মাসে-জড়ানো বিণ. অচ্ছেদ্য সম্পর্কযুক্ত। হাড়ে-মাসে জ্বালানো ক্রি. বি. খুব জ্বালাতন করা। ̃ হদ্দ ক্রি-বিণ. হাড় পর্যন্ত অর্থাত্ মূলদেশ পর্যন্ত, আগাগোড়া (হাড়হদ্দ জানি)। ̃ হাভাতে বিণ. একেবারে নিঃস্ব বা লক্ষ্মীছাড়া। হাড়ে হাড়ে ক্রি-বিণ. হাড় পর্যন্ত অর্থাত্ সম্পূর্ণ, পুরোপুরি (তাকে হাড়েহাড়ে চিনি)।
- বি. জলা জায়গায় বাস করে এবং মাছ ব্যাং পোকামাকড় প্রভৃতি খায় এমন বড়ো ও কদাকার পাখিবিশেষ, adjutant. [হাড় ও গিলা2 দ্র]।
- বি. জলা জায়গায় বাস করে এবং মাছ ব্যাং পোকামাকড় প্রভৃতি খায় এমন বড়ো ও কদাকার পাখিবিশেষ, adjutant. [হাড় ও গিলা2 দ্র]।
- বি. অনুন্নত হিন্দু সম্প্রদায়বিশেষ। [সং. হ়ড্ডিক]।
- বি. 1 পশুবলির জন্য কাঠের তৈরি ফাঁদবিশেষ, যূপকাষ্ঠ; 2 দুই পা আটকে রাখবার জন্য বেড়জাতীয় যন্ত্রবিশেষ। [দেশি]। হাড়িকাঠে মাথা দেওয়া নিশ্চিত ও সাংঘাতিক বিপদ বরণ করা।
- বি. 1 পশুবলির জন্য কাঠের তৈরি ফাঁদবিশেষ, যূপকাষ্ঠ; 2 দুই পা আটকে রাখবার জন্য বেড়জাতীয় যন্ত্রবিশেষ। [দেশি]। হাড়িকাঠে মাথা দেওয়া নিশ্চিত ও সাংঘাতিক বিপদ বরণ করা।
- বি. নেকড়জাতীয় প্রাণীবিশেষ-এরা গৃহপালিত হাঁস-মুরগি চুরি করতে অভ্যস্ত। [দেশি]।
English
- n (hist.) a Brahmin who after embracing Islam was turned into a no torious iconoclast; (fig.) an awful reli gious renegade, a decrier of current be liefs, a turbulent heretic. কালাপাহাড়ি a. of or like an awful religious renegade or a decrier of current beliefs; hereti cal. ☐ n. iconoclasm; heresy.
- n a hill, a rock; a mountain; a dune; a mound (বালির পাহাড়); bank or coast (esp. a steep and high one), up land; (fig.) a heap (টাকার বা মিষ্টির পাহাড়). ̃তলি n. a valley, a dale; a level tract of land at the foot of a hill. পাহাড়ি1, পাহাড়ে a. of hills and moun tains; hilly; mountainous; lying or growing or dwelling on hills or moun tains; hill-born; highland; (fig.) huge (পাহাড়ে ঢেউ), terrible (পাহাড়ে মেয়েমানুষ = a terrible woman; a virago), inveter ate (পাহাড়ে বদমাশ). পাহাড়ি2 n. a hillman, a highlander; a hill-tribe. পাহাড়িয়া same as পাহাড়ি1 and পাহাড়ি2 ।
- n bone. ☐ a. (used as a pfx.) to the bones, inveterate, utter. হাড় কালি করা v. (fig.) to exhaust or exasperate utterly (with toil or affliction); (fig.) to beat black and blue. হাড় গুঁড়ো করা বা চূর্ণ করা v. (fig.) to beat soundly, to belabour. হাড় জুড়ানো v. (fig.) to relieve or to feel relieved. হাড় জ্বালানো v. (fig.) to trouble or pester in the extreme. হাড় ভাঙা, হাড়মাস আলাদা করা same as হাড় গুঁড়ো করা । হাড়ে বাতাস লাগা v. (fig.) to feel re lieved. হাড়ে-মাসে জড়ানো v. (fig.) to be inseparably connected. ̃কাঠ, ̃কাট variants of হাড়িকাঠ । ̃কৃপণ a. extremely miserly or niggardly; close-fisted. হাড়কৃপণ লোক a skinflint. ̃গিলা, (coll.) ̃গিলে n. the adjutant stork, the argala; (fig.) a long-necked long-legged thin person, (cp.) a bag of bones. ̃গোড় n. bones and ribs. ̃জিরজিরে a. (fig.) re duced to a skeleton, skinny. ̃জ্বালানে a. (fig.) troubling or pestering in the ex treme. ̃পাকা a. (fig.) precocious to the bones. ̃পাজি, ̃বজ্জাত, ̃বদমাশ a. wicked to the bones. ̃ভাঙা a. (fig.) ex tremely toilsome or fatiguing, ex tremely strenuous. ̃হদ্দ n. all particulars or information. ̃হাভাতে adv. ut terly indigent or wretched. হাড়ে হাড়ে adv. to the bones.
- n a scheduled caste amongst Hin dus; a member of this caste.
- n a wooden framework to which the neck of a sacrificial vic tim is fixed at the time of immolation.
- n a wooden framework to which the neck of a sacrificial vic tim is fixed at the time of immolation.
- n an Indian outdoor game, kabadi (কবাডি) ।
- n an Indian outdoor game, kabadi (কবাডি) ।
- n (usu. facet.) bone. ̃সার a. re duced to a skeleton, very gaunt, skinny, skin and bone.
