বাংলা শব্দজালিকা
বাংলা
- (-য়স্) বিণ. শ্রেয় বা হিতকর নয় এমন, অহিতকর, অমঙ্গলজনক; অধম। ☐ বি. অমঙ্গল, অনর্থ। [সং. ন + শ্রেয়স্]। অশ্রেয়স্কর বিণ. অশুভ; অমঙ্গলজনক।
- বি. যাচ্ছি-যাব ভাব; দীর্ঘসূত্রতা; কুঁড়েমি। [সং. √গম্ থেকে গঠিত বাংলা শব্দ]।
- বি. 1 জাতির অংশ বা সম্বন্ধ (জাত্যংশে শ্রেষ্ঠ); 2 জন্মবংশ, কুল, গোত্র। [সং. জাতি + অংশ]।
- বি. তৃতীয় অংশ বা ভাগ। [সং. ত্রি + অংশ]।
- (-য়স্) বি. 1 জল 2 দুধ। [সং. পা + অস্]। ̃ .প্রণালী, পয়ো-নালি বি. জলনিকাশের পথ, নর্দমা।
- (-য়স্) বি. 1 বয়স (বয়ঃসন্ধি, বয়ঃক্রম); 2 আয়ু, জীবনকাল; 3 যৌবন, সাবালকত্ব (বয়ঃপ্রাপ্ত)। [সং. বয়্ (-গতি) + অস্]। ̃ ক্রম বিণ. বয়স। ̃ প্রাপ্ত বিণ. প্রাপ্তবয়স্ক, সাবালক, যৌবনপ্রাপ্ত। ̃ সন্ধি বি. বাল্যের শেষ এবং যৌবন বা কৈশোরের আরম্ভকাল। ̃ স্হ, বয়স্হ বিণ. বয়ঃপ্রাপ্ত, যুবক; মধ্যবয়স্ক, প্রৌঢ়, প্রবীণ। ̃ স্হা, বয়স্হা বিণ. (স্ত্রী.) 1 বয়ঃপ্রাপ্তা, সোমত্ত; বিবাহের উপযুক্ত বয়ঃপ্রাপ্তা; 2 মধ্যবয়স্কা, প্রৌঢ়া, প্রবীণা।
- বিণ. 1 ভীতিজনক ভীষণ (ভয়ংকর দৃশ্য); 2 (কথ্য) অত্যন্ত, খুব (ভয়ংকর খিদে পেয়েছে)। [সং. ভয় + √ কৃ + অ। স্ত্রী. ভয়ং-করী।
- (-য়স্) ক্রি-বিণ. 1 পুনরায়, আবার; 2 প্রচুর, খুব। [সং. বহু + ঈয়স্]। ভূয়সী বিণ. প্রচুর, বহুল (ভূয়সী প্রশংসা করা হল)। ভূয়ো-দর্শন, ভূয়ো-দর্শিতা বি. অনেক দেখেশুনে যে অভিজ্ঞতা লাভ হয়। ভূয়ো-ভূয় ক্রি-বিণ. পুনঃপুন, বারবার।
- (-যস্) বি. 1 মঙ্গল (শ্রেয়োবোধ); 2 শুভ, হিত; 3 ধর্ম; 4 মোক্ষ। ☐ বিণ. 1 হিতকর (শ্রেয় জ্ঞান করা); 2 প্রশস্ত, অধিকতর প্রশংসনীয় (অনেকগুণে শ্রেয় এর চেয়ে মৃত্যুও শ্রেয়)। [সং. প্রশস্য > শ্র + ঈয়স্]। শ্রেয়স্কর বিণ. হিতকর। স্ত্রী. শ্রেয়স্করী। শ্রেয়ান বিণ. (পুং.) 1 হিতকর; 2 শ্রেষ্ঠ; 3 প্রশস্ত, উত্তম। স্ত্রী. শ্রেয়সী। শ্রেয়ো-জনক বিণ. হিতকর, মঙ্গ লজনক; প্রশস্ত। শ্রেয়ো-লাভ বি. কল্যাণপ্রাপ্তি।
- বি. সন্ধ্যাবেলা, দিনের অবসানকাল। [সং. সায়ম্ + কাল]।
- বি. সন্ধ্যাকালে করণীয় কাজ বা উপাসনাদি নিত্যকর্ম। [সং. সায়স্ + কৃত্য (সুপ্সুপা)]।
- বি. সন্ধ্যাকালীন আহ্নিক। [সং. সায়ম্ + সন্ধ্যা]।
- (-য়ম্) অব্য. আপনি, নিজে। [সং. সু + √ ই বা √ অয়্ + অম্]। ̃ কৃত, (বিরল) স্বয়ঙ্কৃত বিণ. নিজ দ্বারা কৃত, স্বকৃত। ̃ প্রকাশ বিণ. (পরের সাহায্য ব্যতীত) নিজে নিজেই প্রকাশিত, নিজ শক্তিবলে প্রকাশিত। ̃ প্রধান বিণ. পরের দ্বারা প্রাধান্যদানের অপেক্ষা না রেখেই নিজেকে প্রধান বলে জাহির করে এমন। ̃ প্রভ বিণ. স্বীয় জ্যোতিতে দীপ্তিশীল। স্ত্রী. ̃ প্রভা। ̃ বর, (অশু.) স্বয়ম্বর বি. আমন্ত্রিত ব্যক্তিবর্গের মধ্য থেকে স্বয়ং কন্যা কর্তৃক পতি নির্বাচন (স্বয়ংবর-সভা)। ̃ বরা, (অশু.) স্বয়ম্বরা বিণ. বি. (স্ত্রী.) যে কন্যা নিজেই পতি নির্বাচন করে। ̃ সিদ্ধ বিণ. গুরু বা অন্য কারও শিক্ষা ব্যতিরেকে কেবল স্বীয় চেষ্টাদ্বারাই সিদ্ধিলাভকারী; স্বতঃসিদ্ধ।
English
- n dilatoriness, procrastination; laziness.
- n lineage, descent, family.
- n the third part or share; three parts or shares.
- n milk; water. ̃প্রণালী n. a drain, gutter; a watercourse.
- n age; longevity or lifetime; youth or majority. ̃ক্রম n. age. ̃প্রাপ্ত, ̃স্হ a. one who has attained youth or (loos.) marriageable age; of age, grown-up. fem. ̃প্রাপ্তা, ̃স্হা । বয়ঃপ্রাপ্ত পুরুষ বা স্ত্রীলোক an adult, a major. ̃সন্ধি n. ado lescence. ̃সীমা n. age-limit.
- n a frog; a toad. ব্যঙাচি n. a tadpole. ব্যাঙের ছাতা n. toadstool; a mushroom.
- n the evening; the eventide. সায়ংকালীন a. of the evening; vespertinal, vespertine. সায়ংকালীন প্রার্থনা evening prayer.
- n prayer and other things to be done in the evening; evening service, vespers.
- n evening prayer, (cp.) evensong.
- pro oneself, ownself, (in comp.) self. ☐ adv. personally; by oneself. ̃ক্রিয় a. automatic. ̃ক্রিয়তা n. automa ticity, the quality of being automatic. ̃চল a. automobile. ̃চল যান an auto mobile. ̃প্রবৃত্ত a. self-engaged. ̃বর n. choosing of one's bridegroom oneself (esp. from amongst a number of in vited suitors). ̃বরা n. fem. one who chooses one's bridegroom oneself (esp. from amongst a number of invited suit ors). ̃সম্পূর্ণ a. self-sufficient (স্বয়ংসম্পূর্ণ ব্যক্তি); self-contained (স্বয়ংসম্পূর্ণ ফ্ল্যাট). ̃সিদ্ধ a. having realized one's end by one's own effort; self-proved, self-evi dent.
