বাংলা শব্দজালিকা
বাংলা
- বি. অপকার। [সং. ন (অন্) + উপকার]। ̃ ক, অনুপ-কারী (-রিন্) বিণ. অপকার বা ক্ষতি করে এমন, ক্ষতিকারক। অনুপ-কৃত বিণ. উপকার লাভ করেনি এমন।
- বি. অনিষ্ট, ক্ষতি; হানি। [সং. অপ + কৃ + অ]। অপ-কারী (-রিন্) বিণ. ক্ষতিকর। অপ-কৃত বিণ. ক্ষতিগ্রস্ত। অপ-কৃতি বি. ক্ষতি, অনিষ্ট।
- বি. মঙ্গলসাধন, হিতসাধন; কল্যাণ; সাহায্য; অনুগ্রহ। [সং. উপ + √ কৃ + অ]। ̃ ক, উপ-কারী (-রিন্) বিণ. উপকার করে এমন, উপকর্তা। স্ত্রী. উপ-কারিকা, উপ-কারিণী। উপ-কারিতা বি. উপযোগিতা, উপকারসাধনের ক্ষমতা। উপ-কার্য বিণ. উপকারলাভের যোগ্য।
- বি. পরের উপকার বা মঙ্গল। [সং. পর3+ উপকার]। পরোপকারী (-রিন্) বিণ. অপরের উপকার করে এমন। স্ত্রী. পরোপ-কারিণী। পরোপ-কারিতা বি. 1 পরোপকার; 2 পরোপকারের প্রবৃত্তি।
- বি. উপকারের বিনিময়ে উপকার, উপকারীর উপকার। [সং. প্রতি + উপকার]। প্রত্যুপ-কর্তা (-র্তৃ), প্রত্যুপ-কারী (-রিন্) বিণ. উপকারীর উপকারকারী। প্রত্যুপ-কৃত বিণ. প্রত্যুপকারপ্রাপ্ত।
- বি. পরম বা বিরাট উপকার। [সং. মহত্ + উপকার]। মহোপ-কারী (-রিন্) বিণ. পরম উপকারী, অতি উপকারী।
English
