বাংলা শব্দজালিকা

নং : শব্দের শব্দজালিকা দেওয়া হলো । শব্দটির অর্থঃ শব্দটির অন্ত্যমিল কাছাকাছি শব্দ
বাংলা
  • বি. ঢিলে হয়ে নড়তে থাকে এমন ভাব বা অবস্হা; কমজোর হয়েও খসে পড়েনি এমন ভাব (দরজার কাঠটা নড়নড় করছে)। [বাং. নড়া2 > নড় + নড়, বড় (সহচর শব্দ)]। নড়-নড়ে, নড়-বড়ে বিণ. শিথিল, আলগা; শিথিল বা আলগা হয়ে নড়ছে এমন (দরজা-জানলা একেবারে নড়বড়ে হয়ে গেছে)।
  • অব্য. (প্রা. বাং. ব্রজ.) কখনোই নয়। [বাং. নহা]।
  • (-নর্) ক্রি-বিণ. আবার, দ্বিতীয় বার। [সং. পুনর্]। ̃ পুন ক্রি-বিণ. বারবার।
  • বিণ. 1 বারংবার নিয়মিতভাবে ঘটে এমন (পৌনঃপুনিক আঘাত, পৌনঃপুনিক ব্যয়); 2 (গণি.) একরূপে বারংবার উত্পন্ন হয় এমন, recurring (পৌনঃপুনিক দশমিক)। [সং. পুনঃ + পুনঃ + ইক]। বি. ̃ তা, পৌনঃপুন্য।
  • বি. একসঙ্গে বাঁধা জিনিসপত্রের আঁটি, পুলিন্দা, তাড়া। [ইং. bundle]।
  • (মনস্) বি. 1 মন; 2 (দর্শনে) সংকল্প বিকল্পাত্মক অন্তঃকরণবৃত্তি, অন্তরিন্দ্রিয়। [সং. √ মন্ + অস্]। ̃ .কল্পিত বিণ. মনগড়া। ̃ .কষ্ট, ̃.ক্ষোভ, মনো-দুঃখ, মনো-বেদনা বি. মনের দুঃখ বা যন্ত্রণা। ̃ .ক্ষুণ্ণ বিণ. দুঃখিত; নিরাশ; অসন্তুষ্ট। ̃ .পূত বিণ. পছন্দসই, মনোমতো। ̃ .সংযোগ বি. মনোযোগ, মনোনিবেশ। ̃ সমীক্ষণ বি. মানবমনের প্রকৃতি বিশ্লেষণ ও বিচারের আধুনিক বৈজ্ঞানিক প্রক্রিয়া, psycho-analysis (বি. প)।
  • বি. মনছাল, মোমছাল, লাল রঙ্গের উপধাতুবিশেষ [সং. মনস্ + শিলা]।
  • বিণ. 1 মনে স্হিত; 2 সংকল্পিত, স্হিরীকৃত। ☐বি. (বাং.) সংকল্প, অভিপ্রায়। [সং. মনস্ + √ স্হা + অ]।
English
  • a recurring. পৌনঃপুনিক দশমিক recurring decimal. পৌনঃপুনিকতা, পৌনঃপুন্য n. recurrence; recurrency.