বাংলা শব্দজালিকা

ধ-কার : শব্দের শব্দজালিকা দেওয়া হলো । শব্দটির অর্থঃ শব্দটির অন্ত্যমিল কাছাকাছি শব্দ
বাংলা
  • বি. 1 আলোর অবাব; তমঃ, তিমির; 2 অজ্ঞতা (মনের অন্ধকার)। ☐ বিণ. অন্ধকারময় (অন্ধকার ঘর)। [সং. অন্ধ + √ কৃ + অ]। অন্ধকার দেখা ক্রি. বি. বিপদে দিগ্বিদিক জ্ঞান লোপ পাওয়া। অন্ধকারে ঢিল্ মারা কোনো বিষয়ে নিশ্চিত জ্ঞান না থাকায় আন্দাজে সেই বিষয়ে মন্তব্য করা (যদি লেগে যায় এই আশার)। অন্ধকারে থাকা ক্রি. বি. কোনো বিষয়ে সম্পূর্ণ অজ্ঞ থাকা। অন্ধকারে হাতড়ানো ক্রি. বি. 1 চোখে দেখতে না পাওয়ায় হাতের স্পর্শ দিয়ে অনুমান করা; 2 কোনো বিষয়ে স্হির জ্ঞান না থাকায় আন্দাজে আলোচনা করা বা অনুমান করা।
  • বি. গাঢ় অন্ধকার। [সং. ঘন + অন্ধকার]।
  • বি. অন্ধকারপ্রায় -এর অশু. কিন্তু বহুল প্রচলিত রূপ।
English