বাংলা শব্দজালিকা
বাংলা
- বি. অর্থহীন প্রলাপ বা কাজ; আবোল-তাবোল। [দেশি]।
- এর রূপভেদ।
- বি. অর্থহীন অপ্রয়োজনীয় বা অসংলগ্ন কথা (আগড়ম-বাগড়ম বকছে)। [হি. আওড়ম্ বওড়ম]।
- বি. শিশুদের খেলাবিশেষ ও তার সঙ্গে আবৃত্ত ছড়ার প্রথম অংশ [সমগ্র ছড়াটি মূলে কোনো যুদ্ধযাত্রা বা বিবাহযাত্রার বর্ণনা করছে বলে মনে হয়]।
- বি. শিশুদের খেলাবিশেষ ও তার সঙ্গে আবৃত্ত ছড়ার প্রথম অংশ [সমগ্র ছড়াটি মূলে কোনো যুদ্ধযাত্রা বা বিবাহযাত্রার বর্ণনা করছে বলে মনে হয়]।
- বি. 1 আস্তাবল, ঘোড়ার থাকার জায়গা; 2 অশ্বপালনের প্রতিষ্ঠান বা কেন্দ্র। [হি. অড়্গড়া]।
- বি. 1 উলুখড় ও নল; 2 বাজে লোক; 3 গরীব লোক; 4 নিরীহ ও অকিঞ্চিত্কর লোক। [বাং. উলু + খাগড়া]। রাজায় রাজায় যুদ্ধ হয় উলুখাগড়ার প্রাণ যায় (উক্তি) রাজা নেতা বা শীর্ষস্হানীয় লোকদের বিবাদ বা সংঘর্ষে সাধারণ মানুষেরই বেশি কষ্ট সইতে হয়।
- একরকম বড় ঘাস বা শর (খরগোশটা খাগড়া বনে লুকাল)। [সং. খগ্গড়]।
- বিণ. মুরশিদাবাদ জেলার অন্তর্গত খাগড়ানামক স্হানে নির্মিত (খাগড়াই বাসন)। [বাং. খাগড়া + ই]।
- বি. ভেড়া; গাড়ল। [অর্বাচীন সং.]। গড্ডলিকা, গড্ডরিকা বি. (স্ত্রী.) 1 ভেড়ার পালের মধ্যে সবার আগে আগে চলে যে ভেড়ি; 2 এক মেষের অনুবর্তী মেষের দল। গড্ডলিকা প্রবাহ বি. পালের ভেড়ারা যেমন অন্ধের মতো অগ্রবর্তী ভেড়া বা ভেড়ির অনুসরণ করে, তেমনি ভালো-মন্দ বিচার না করে অন্যান্য সকলের সঙ্গে অগ্রবর্তীর অনুসরণ।
- বি. ভেড়া; গাড়ল। [অর্বাচীন সং.]। গড্ডলিকা, গড্ডরিকা বি. (স্ত্রী.) 1 ভেড়ার পালের মধ্যে সবার আগে আগে চলে যে ভেড়ি; 2 এক মেষের অনুবর্তী মেষের দল। গড্ডলিকা প্রবাহ বি. পালের ভেড়ারা যেমন অন্ধের মতো অগ্রবর্তী ভেড়া বা ভেড়ির অনুসরণ করে, তেমনি ভালো-মন্দ বিচার না করে অন্যান্য সকলের সঙ্গে অগ্রবর্তীর অনুসরণ।
- বি. 1 দুর্গ, কেল্লা (গড়ের মধ্যে বন্দি সৈন্য); 2 খাত, পরিখা (গড় পার হয়ে কেল্লায় ঢুকেছে) ; 3 ধান ভানার সময় মুষলের আঘাত যে গহ্বরের মধ্যে পড়ে। [সং. গর্ত > গড্ড]। ̃ খাই বি. দুর্গের চারপাশের খাত বা পরিখা। [গড় + খাত > খাই]। গড়ের বাদ্যি বি. 1 কেল্লার সৈন্যদলের বাজনা ; 2 বিলাতি ব্যাণ্ডপার্টির বাজনা; গোরার বাজনা। গড়ের মাঠ বি. 1 নগরদুর্গ ও নগরভবনগুলির মধ্যবর্তী মাঠ বা সমতল জমি esplanade; 2 (আল.) খালি, শূন্য (পকেট গড়ের মাঠ)।
- বি. প্রণাম, দণ্ডবত্ হওয়া, প্রণিপাত। [দেশি]। গড় করা ক্রি. বি. প্রণাম করা (দাদুকে গড় করো)। গড় হওয়া ক্রি. বি. প্রণত হওয়া (গড় হয়ে বললাম)।
- বি. মোটামুটি হিসাব, মাঝামাঝি গণনা, average (গড় কষা, গড়ে পাঁচ টাকা)। [সং. গণ]। ̃ পড়তা ক্রি-বিণ. গড়ে, স্হূল গণনায়, মোটামুটি হিসাবে (গড়পড়তা পাঁচ টাকা)।
- বি. অব্য. মেঘগর্জন, গড়িয়ে যাওয়া, গাড়ি চলা ইত্যাদির শব্দ। গড়গড় করে ক্রি-বিণ. অতি সহজে, অবাধে, অবলীলাক্রমে (গড়গড় করে মুখস্হ বলা)।
- বি. তামাক খাওয়ার বড় হুঁকাবিশেষ; আলবোলাবিশেষ। [দেশি]।
- বি. 1 নির্মাণ, গঠন, প্রস্তুতকরণ; 2 সৌষ্ঠব, সৌন্দর্য, সুগঠন (চোখের গড়ন)। [বাং. গঠন]। ̃ পিটন, ̃ পেটন বি. গঠন ও সৌষ্ঠব। ̃ দার বি. নির্মাতা; ধাতু ইত্যাদি পিটিয়ে যে জিনিসপত্র গড়ে। [বাং. গড়ন + ফা. দার]।
- বি. মোটা থানধুতিবিশেষ। [দেশি]।
- ক্রি. 1 নির্মাণ বা তৈরি করা (পুতুল গড়া); 2 সৃষ্টি করা (ঈশ্বর মানুষকে গড়েছেন) ; 3 সৃষ্ট হওয়া (সম্পর্ক গড়ে উঠেছে) ; 4 শিক্ষিত করা, পালন করা (জননীই সন্তানকে গড়েন); 5 উদ্বুদ্ধ করা, উন্নত করা (জাতি বা দেশকে গড়া); 6 সংগঠন করা (দল গড়া); 7 স্হাপন করা (স্কুল গড়া)। ☐ বি. উক্ত সমস্ত অর্থে। ☐ বিণ. 1 নির্মিত, সৃষ্ট, গঠিত (লোহা দিয়ে গড়া শরীর, হাতে-গড়া রুটি, আমারই গড়া স্কুল) ; 2 সাজানো, মিথ্যা (মনগড়া গল্প; গড়া সাক্ষী; গড়া মামলা)। [সং. √ঘট্ > বাং. √গঠ্ > √গড়্ + আ]। ̃ নো ক্রি. অপরের দ্বারা গড়া। ☐ বিণ. বি. উক্ত অর্থে।
- ক্রি. 1 গড়াগড়ি দিতে দিতে যাওয়া বা নামা (পাহাড় থেকে গড়িয়ে নামছে, উপর থেকে গড়িয়ে আসছে) ; 2 ঢালা বা পড়া (কলসি থেকে জল গড়াচ্ছে); 3 শোয়া (একটু গড়িয়ে নাও) ; 4 ভূলুণ্ঠিত হওয়া (মাটিতে গড়াচ্ছে) ; 5 অতিরিক্ত ভাবাবেগ দেখানো (আহ্লাদে গড়াচ্ছে); 6 প্রবাহিত হওয়া (তেল গড়াচ্ছে); 7 অগ্রসর হওয়া (ব্যাপারটা কতদূর গড়াল? বেলা গড়িয়ে গেল)। [বাং. √গড়া]। ̃ নো ক্রি. গড়া। ☐ বিণ. বি. উক্ত সব অর্থে। ̃ নে বিণ. গড়ায় এমন; ঢালু। গড়ায়-গড়ায় ক্রি-বিণ. পাশাপাশি।
- বি. 1 ভূলুণ্ঠন, লুটোপুটি (ধুলোয় গড়াগড়ি); 2 এলোমেলো, অনাদৃত বা ছড়ানো অবস্হায় থাকা (তার টাকা গড়াগড়ি যাচ্ছে; জিনিসপত্র সব গড়াগড়ি যাচ্ছে)। [বাং. গড়া3 + গড়ি (সহচর শব্দ)]।
- বি. দীর্ঘসূত্রতা; আলসেমি, (গড়িমসি করে সারাটা দিন কাটিয়ে দিলে)। [দেশি]।
- বি. দেহের কোনো অংশের মাংসস্ফীতি-যেমন কুঁজ, গলগণ্ড ইত্যাদি (গলার গড়ু, পিঠের গড়ু)। ☐ বিণ. কুব্জ। [সং. √গড়্ + উ]।
- বি. চিংড়ি। [সং. চিঙ্গ (মনোহর) + √অট্ (গমন করা) + অ]। চিঙ্গটী বি. (স্ত্রী.) ছোট চিংড়ি।
- বি. 1 (প্রা. বাং.) ঝগড়া; 2 অপরাধ, ত্রুটি ('কি মোর ঝগড় ভেল': শ্রীকৃ)। [ঝগড়া দ্র]
- বি. বিবাদ, কলহ; অপ্রীতিকর তর্কাতর্কি; বচসা। [হি. ঝগড়া]। ̃ ঝাঁটি বি. কলহবিবাদ প্রভৃতি; অপ্রীতিকর বাদবিসংবাদ। ̃ টে বিণ. কলহপরায়ণ, ঝগড়া করাই যার স্বভাব।
- বি. (বর্ত. বিরল) তলে তলে বা গোপনে টাকার জোগাড়। ☐ বিণ. গড়িয়ে তলায় বা পেটের মধ্যে গেছে এমন ('একবার মুখে দিয়ে দেখুন-কি বড়িয়া হয়েছে? এদিকে ছ'খানা তলগড়': কেদার)। [তু. তল + গড়া]।
- বিণ. বলিষ্ঠ; লম্বা-চওড়া (তাগড়াই চেহারা)। [হি. তগ্ড়া]।
- বিণ. বলিষ্ঠ; লম্বা-চওড়া (তাগড়াই চেহারা)। [হি. তগ্ড়া]।
- বি. ঢাকজাতীয় আনন্ধ রণবাদ্যবিশেষ, দামামা। [সং. দ্রগড়]।
- বি. 1 চাবুক দিয়ে প্রহারের লম্বা দাগ; 2 দড়ির মতো লম্বা দাগ। [তু. হি. দগ্ড়া (=রাস্তা, দাগ)]।
- বি. বেড়ি, শৃঙ্খল ('নিগড়ে বাঁধা বৃদ্ধা মাতা বসুন্ধরা': বিষ্ণু)। [সং. নি + √ গড়্ + অ]। নিগড়িত বিণ. শৃঙ্খলিত, শিকলে বাঁধা, বদ্ধ।
- বিণ. 1 নিগড়হীন, শিকল নেই এমন; 2 বাধাহীন, অবাধ ('নির্নিগড় বিভীষিকা বিচরিছে গগনে গগনে': সু. দ.)। [সং. নির্ + নিগড়]।
- বি. উষ্ণীয়, মাথায় জ়ড়াবার কাপড়। [হি. পগড়ী]।
- বি. ব্যাঘাত, প্রতিবন্ধক, বাধা (কাজে বাগড়া দেওয়া)। [সং. ব্যাঘাত]।
- ক্রি. বি. 1 বিকৃত বা নষ্ট হওয়া (বুদ্ধি বিগড়ানো); 2 অচল হওয়া বা করা (কল বিগড়ানো, মেশিন বিগড়ানো); 3 কুপথে যাওয়া বা কুপথগামী করা, অধঃপতিত হওয়া বা অধঃপতিত করা (বন্ধুরাই ছেলেটাকে বিগড়েছে, চরিত্র বিগড়ানো); 4 প্রতিকূল হওয়া বা করা (সাক্ষী বিগড়ানো)। ☐ বিণ. উক্ত সব অর্থে। [হি. বিগাড়-তু. সং. বি + √ ঘট্]।
- ক্রি. বি. 1 বিকৃত বা নষ্ট হওয়া (বুদ্ধি বিগড়ানো); 2 অচল হওয়া বা করা (কল বিগড়ানো, মেশিন বিগড়ানো); 3 কুপথে যাওয়া বা কুপথগামী করা, অধঃপতিত হওয়া বা অধঃপতিত করা (বন্ধুরাই ছেলেটাকে বিগড়েছে, চরিত্র বিগড়ানো); 4 প্রতিকূল হওয়া বা করা (সাক্ষী বিগড়ানো)। ☐ বিণ. উক্ত সব অর্থে। [হি. বিগাড়-তু. সং. বি + √ ঘট্]।
- দ্র ভাঙা।
- দ্র. মন1।
- বি. 1 ঢাকের কাঠির আওয়াজ; 2 মর্দন, পেষণ; 3 ঘর্ষণ। [হি. রগড় < সং. দ্রগড়]।
- বি. মজা, কৌতুক, ঠাট্টাতামাশা। [হি. রগড়-তু. সং. রঙ্গ]। রগুড়ে, (অপ্র.) রগড়িয়া বিণ. রঙ্গপ্রিয়, কৌতুক করতে জানে বা ভালোবাসে এমন।
- ক্রি. রগড়ানো। ☐ বি. পেষণ, মর্দন। [রগড়1 দ্র তু. হি. রগড়ানা। ̃ নি বি. ঘষাঘষি। ̃ নো ক্রি. বি. পেষণ বা মর্দন বা ঘর্ষণ করা। ☐ বিণ. উক্ত সব অর্থে। ̃ .রগড়ি বি. 1 পরস্পর বা ক্রমাগত রগড়ানি, ঘষাঘষি; 2 (আল.) বহু বোঝাপড়া; 3 (আল.) দর-কষাকষি; 4 বহুল ব্যবহার (রগড়ারগড়িতে জামাকাপড় নষ্ট হয়ে গেছে); 5 একই বিষয়ের অত্যধিক আলোচনা।
- দ্র সড়োগড়ো।
- বিণ. 1 উত্তমরূপে আয়ত্ত, অভ্যস্ত বা রপ্ত (প্লানটা সড়োগড়ো হয়েছে তো?); 2 মুখস্হ (নামতা সড়োগড়ো হওয়া)। [দেশি]।
English
- n an unfixed door usually made of straw, bamboo, wattles etc.; a hurdle.
- n rapid and big but idle talk, chatter. আগড়ম-বাগড়ম বকা v. to chatter.
- n a species of tall reed.
- a made at Khagra (খাগড়া) in Bengal (খাগড়াই বাসন).
- n the ram; (fig.) a stupid man.
- n the ram; (fig.) a stupid man.
- n. fem the ewe leading a flock, a bell-wether; a flock follow ing a bell-wether. গড্ডলিকাপ্রবাহ n. (lit.) the movement of a flock of sheep blindly following the bell-wether; (fig.) a multitude of blind followers or their act of following en masse; a con tinuous flow.
- n. fem the ewe leading a flock, a bell-wether; a flock follow ing a bell-wether. গড্ডলিকাপ্রবাহ n. (lit.) the movement of a flock of sheep blindly following the bell-wether; (fig.) a multitude of blind followers or their act of following en masse; a con tinuous flow.
- n shape, build.
- n genuflexion, genuflection. গড় করা v. to genuflect, to bow in saluta tion (to a person or deity). গড় হওয়া v. to genuflect.
- n an average, a mean; an approxi mate amount. ̃পড়তা see below. গড়ে adv. on an average.
- n a fort; a fortress; a moat; a hol low into which the mouth of a husking pedal falls to thrash grains. গড়ের প্রাচীর the rampart. গড়ের বাদ্যি the military band of a fort; the music of this band. গড়ের মাঠ the esplanade.
- n a moat; (cp.) a ravelin.
- int expressing: a rumbling sound (as of thunder), a rattling sound (as of a running hackney-carriage), a con tinuous rattle. গড়গড় করা v. to rumble; to speak with flippant ease, to rattle; to grumble surlily. গড়গড় করে বলা v. to say or utter unobstructedly and rapidly, to speak unfalteringly or glibly.
- n a hubble-bubble.
- n act of making or creating or building or shaping or moulding or forming (see also গড়1); build, shape, mould, formation, structure; grace or beauty of build, shape etc. ̃পিটন, ̃পেটন n. shape and appearance. ̃দার n. one who makes things by casting metals; a moulder.
- a average; approximate. ☐ adv. on an average; approximately.
- n confusion, disorder, mess, muddle, disarray.
- n a kind of very coarse white loin cloth without any border.
- n an enclosure of stakes etc. set in a stream as a trap for fish, weir.
- v to make (পিঠে গড়া); to shape, to mould, to model (পুতুল গড়া); to create; to build, to construct (বাড়ি গড়া); to form (দল গড়া); to found (স্কুল গড়া, রাজ্য গড়া); to bring up (ছেলে গড়া); to develop (দেশ গড়া). ☐ a. made; shaped, moulded, modelled; created; built, constructed; formed; founded; brought up; developed; made up, fabricated (গড়া সাক্ষী).
- n state of weltering; a scattered and unclaimed state (টাকাপয়সার গড়াগড়ি). গড়াগড়ি খাওয়া, গড়াগড়ি দেওয়া v. to welter, to roll about, to wallow. গড়াগড়ি যাওয়া v. to welter (ছেলেটা ধুলোয় গড়াগড়ি যাচ্ছে); to roll about; to be scat tered here and there (টাকাপয়সা গড়াগড়ি যাচ্ছে).
- a rolling, that which is rolling; rolling on the ground; (in football etc.) that runs all the way along the grass, touching the grass.
- v to roll; to cause to roll, to send rolling; to pour (কলসি থেকে জল গড়ানো); to welter; to be beside oneself (আহ্লাদে গড়ানো); to flow (তেল গড়ানো); to go, to reach, to develop into (ব্যাপারটা বহুদুর গড়াল). ☐ n. act of rolling or pouring or weltering or being beside oneself or flowing or reaching. গড়িয়ে দেওয়া n. to send rolling; to pour for somebody (আমাকে একটু জল গড়িয়ে দাও). গড়িয়ে পড়া v. to roll down; to come out pouring; to lie down and roll; to fall down and welter; to flow down. গড়িয়ে যাওয়া v. to go rolling; to flow on; to reach, to roll down; to develop into.
- v to give definite form or shape to, to hammer or knock into (right) shape. ☐ a. that which is decided be forehand (esp. by way of compro mise); got-up.
- adv side by side; snugly (গড়ায় গড়ায় পড়ে থাকা).
- n wilful or habitual delay, pro crastination, dilatoriness. গড়িমসি করা v. to delay wilfully or habitually, to pro crastinate, dilly-dally; to be dilatory.
- n any morbid protuberance or ex crescence on the body (such as hunch, goitre, wart etc.) a. hunch-backed.
- n a quarrel, a brawl, a row; an alter cation; a dispute. ঝগড়া করা v. to quarrel; to altercate, to wrangle. ঝগড়া বাধানো v. to kick up a row, to pick a quarrel; have a dispute with, to set by the ears. ঝগড়া মেটানো v. to make up a quarrel, to settle a dispute. ̃ঝাঁটি n. (usu. pl.) trifling or peevish quarrel or altercation or dissen sion; quarrels. ̃টে a. quarrelsome, can tankerous; wrangling.
- int expressing deepness or bright ness. ডগডগে a. very deep or bright (ডগডগে লাল, ডগডগে রং).
- int expressing extreme leanness. ডিগডিগে a. extremely lean.
- n a small tabor played by mov ing it with one hand.
- a tall and robust or mas sive, stout, gigantic, hefty.
- a tall and robust or mas sive, stout, gigantic, hefty.
- n a kind of war-drum or kettledrum.
- n a raised streak on the skin caused by lashing, a wale. দগড়া পড়া v. to be marked with a wale. দগড়া ফেলা v. to wale.
- n a reed.
- n an iron chain; a shackle for the feet, fetters. ̃বদ্ধ a. enchained, chained; fettered.
- n a turban; a head-cloth. ̃ধারী n. turbaned.
- n (coll.) an obstacle, a hindrance, a hitch. বাগড়া দেওয়া v. to create a hitch, to hinder; to make a bottleneck; to take the wind out of one's sails.
- n rein.
- v to corrupt or spoil or to be corrupted or spoilt, to send or go to the bad (ছেলে বিগড়ানো); to deprave or be depraved (চরিত্র বিগড়ানো); to confuse or be confused (বুদ্ধি বিগড়ানো); to put or go out of order (কলবিগড়ানো); to make or become disloyal or hostile or unfriendly or refractory (প্রজা বা সাক্ষী বা বন্ধু বা ঘোড়া বিগড়ানো); to upset or be upset (মন বিগড়ানো). মত বিগড়ানো v. to change one's mind.
- n the topmost branch of a tree.
- n fun; a practical joke; drollery. রগড় করা v. to make fun (of); to play a practical joke. রগড় দেখা v. to see or en joy fun; (fig.) to take delight in another's trouble, misfortune etc.
- v to rub; to massage; to curry; to chafe, to fret.
- n mutual or repeated rubbing or currying or chafing or fretting or importunating or higgling.
- a given to making fun or playing jokes; given to drollery, drollish; funny, jocular, droll.
- a thoroughly mastered or learnt or accustomed or habituated; memorized. সড়োগড়ো করা v. to master or learn thoroughly; to get thoroughly accustomed (to) or habituated (with); to commit to memory, to memorize.
