বাংলা শব্দজালিকা
বাংলা
- অব্য. বেদনা বিস্ময় বিরক্তি ইত্যাদিতে উচ্চারিত ধ্বনি।
- বি. আড়াল থেকে দেখা, অল্পক্ষণের জন্য বা লুকিয়ে দেখা। [দেশি-তু. সং. উদীক্ষণ]। ̃ ঝুঁকি বি. আড়াল থেকে বারবার বা ক্রমাগত দেখা।
- বিণ. উঁচু কপালবিশিষ্ট; সৌভাগ্যশালী। [বাং. উঁচু + কপাল + ইয়া > এ]। স্ত্রী. উঁচ-কপালি (স্ত্রীলোকের পক্ষে উঁচু কপাল দুর্ভাগ্যসূচক বলে বিবেচিত হওয়ায়) অলক্ষণা।
- বিণ. উঁচু-র পুরানো ও বর্ত. আঞ্চ. রূপ। ☐ ক্রি. উঁচু করা। ̃ নো ক্রি. বি. উঁচু করা; উন্নত বা উত্তোলিত করা (লাঠি উঁচানো)।
- বিণ. 1 উচ্চ; 2 উন্নত, উদার (উঁচু মন); 3 অভিজাত, খানদানি (উঁচু বংশ); 4 চড়া (উঁচু গলা)। [সং. উচ্চ]। ̃ নিচু বিণ. অসমান; কোথাও উঁচু কোথাও নিচু এমন (উঁচুনিচু রাস্তা)।
- অব্য অসম্মতিসূচক ধ্বনি।
- অব্য. অসম্মতিসূচক ধ্বনি।
- অব্য. বেদনা যন্ত্রণা বা কাতরতাসূচক ধ্বনি।
- বি. কাঠের পাতলা পাতলা ফলক জুড়ে তৈরি তক্তা। [ইং. plywood]।
English
- int expressing: pain, amazement, impatience, derision, disgust etc.
- n a peep; a prying; a furtive glance. ̃ঝুঁকি n. (frequent or repeated) peeping and prying. উঁকিঝুঁকি মারা v. to peep and pry (frequently or repeatedly), to look and peer about inquisitively. উঁকি দেওয়া, উঁকি মারা v. to peep; to look shyly or furtively or surreptitiously; to begin to appear; to put in first appearance shyly or furtively.
- a having a protuberant or bulg ing or convex forehead (such a fore head indicates luck in case of men, but ill-luck in case of women); fortunate (in case of women: unfortunate). fem. উঁচকপালি ।
- a high, elevated, tall, lofty; exalted, noble (উঁচু মন); loud; rough (উঁচু কথা). উঁচু করা v. to raise; to elevate. উঁচানো v. to raise, to elevate. ☐ n. raising. ☐ a. raised. উঁচু-নিচু a. high and low; undu lating, uneven.
- int expressing: unwillingness, non acceptance, bashfulness, slight pain.
- n a hiccup; retching. উকি তোলা v. to hiccup; to retch.
