ম্যাসিন কোনদিনই হয়তো কোন কবিতা লিখতে পারবে না । ম্যাসিন পারে একটা কাঠামো খাঁড়া করতে । ম্যাসিন একটা দেহ তৈরি করতে সক্ষম । এক মাত্র কবিই পারেন কাঠামোতে প্রাণ প্রতিষ্ঠা করতে । কবি হলেন সেইক্ষেত্রে শ্রষ্টা । ইপত্রিকার দ্বারা প্রস্তুত টেক্সট এই মুহূর্তে সেই ভাবে সঠিক কবিতা বলা যাবে না । তবে, কম্পিউটার দ্বারা রচিত এই কবিতা টেমপ্লেট, শব্দগুচ্ছ, অন্ত্যমিল কবি মনের দরজা খুলে দিয়ে কবিদের নতুন দিগন্তে নিয়ে যাবে বলে আমার বিশ্বাস । প্রস্তুত করা হলো বাংলায় কম্পিউটার দ্বারা লিখিত 'সনেট' । কমলিকা, একটি আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স সফটওয়ার । তার একটি প্রিভিউ ভার্সন এখানে দেওয়া হলো ।

কবিতা লিখুন !


  |   0 Seconds

কবিতার ল্যাবরেটরি । এখানে কবিতা সম্পাদনা করুন । : []



কোন লাইন পছন্দ না হলে, ডবল ক্লিক করে আরো 'এডিট' অপশন দেখতে পারেন । অপশনে ক্লিক করে, লাইনটি পালটে নিতে পারেন ।
Your Try Count: | Please visit Kamolika for unlimited tries. | Mail your opinion to : author.ipatrika@gmail.com | Thank you.



Social Media Comments